স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের বর্ধিতাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে উকিল বার কাউসিলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা আওয়ামী লীগের যুব-ক্রীড়া সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি। প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বক্তব্য রাখেন তৌহিদুর চন্দর, সলিল মেম্বার, জেলা কৃষকলীগের সভানেত্রী সামসাদ রানু, পৌর মহিলা সভানেত্রী ঝরনা, সুলতান মাহমুদ দিপন, পৌর আহ্বায়ক রাকিবুর রহমান রাকু, দেলোয়ার হোসেন দয়াল, গোলাম মোস্তফা লালা, জাকারিয়া, আতিকুর রহমান, রাব্বি, আব্দুল মতিন দুদু, রফিকুল ইসলাম, রমিজ উদ্দীন, এমএ আজিজল, মোস্তফা আহম্মেদ, স্বপন, বজলু, জিল্লুর মেম্বার, মসিউর রহমান ও ছরোয়ার। আরও উপস্থিত ছিলেন রানা, জনি, আকতার, বিস্কুট, মাহফুজুর রহমান, মৌসুমী, নেফিউর রহমান ডেবিড, দিপক, আশাদুল, শাহাবুল, খালেক, মিজানুর রহমান মঈন, জিনারুল, বাবুবালী, মানজেত, বগা, মাজু, বজলু হক, আলিমুজ্জামান আশকার, রুমি, মসিয়ার, শফিকুল, ঝন্টু, শাহীন, নাসির উদ্দীন, ছানোয়ার, দফতর সম্পাদক রকিব আহাম্মেদ জনি, মসলেম উদ্দীন, গৌতম, রাশেদুজ্জামান, খোকন, দিনুল ইসলাম, মাফি প্রমুখ।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজকারী আকতারুজ্জামান শান্তি। বঙ্গবন্ধুসহ সকল শহীদের জন্য ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকনের সুস্থ্যতার জন্য দোয়া কামনা করেন। পরিশেষে আসাদুজ্জামান করিম মাদক, সন্ত্রস ও মজুদারের বিরুদ্ধে অবস্থার নিতে শপথ গ্রহণ করেন।