স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউপি সদস্য বিএনপির নেতা টিটন শেখের মা হাওয়া খাতুন স্ট্রোকে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাওয়া খাতুন (৭০) কিরণগাছি গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের স্ত্রী।
হাওয়া খাতুনের অসুস্থতার খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। হাওয়া খাতুনের শর্য্যা পাশে গিয়ে খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজু, সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা জাতীয় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমএ তালহা, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ উদ্দিন বাবু, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক আবু, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক বিএনপি নেতা আব্দুস সালাম, আব্দুল মালেক, টুটুল শেখ মোবারক হোসেন মুবা প্রমুখ।