চুয়াডাঙ্গার আরামপাড়ায় রাস্তা ঢালাইকরণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডে রাস্তা ঢালাইকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আরামপাড়া এলাকায় কবরী রোড থেকে জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্ধারের বাড়ি পর্যন্ত এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, সংরক্ষিত কাউন্সিলর শেফালী খাতুন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন জ্যাকি, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন কবীর, কার্য সহকারী সোহেল রানা, সাবেক ছাত্রলীগের সভাপতি সংশ্লিষ্ট কাজের ঠিকাদ আব্দুর রশীদ প্রমুখ।
প্রকল্পসূত্র জানায়, চুয়াডাঙ্গা পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিল-এডিবি’র অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্যাকেজে অন্যন্য কাজের মধ্যে আরামপাড়া সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। এ ছাড়াও এ প্রকল্পের অধীনে দক্ষিণ হাসপাতালপাড়া এলাকায় ২০০ মিটার রাস্তা, মুসলিমপাড়া এলাকায় ১০০ মিটার রাস্তা ও সিঅ্যান্ডবিপাড়া এলাকায় ৭০ মিটার ইটের ড্রেন নির্মাণসহ বেশ কিছু উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। এ সমস্ত কাজের ব্যয় ধরা হয়েছে ৮ লাখ টাকা।