রাস্তা থেকে উদ্ধার সেই নবজাতককে বাঁচানো গেল না

কালীগঞ্জ প্রতিনিধি: রাস্তা থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক ছেলেটিকে বাঁচানো সম্ভব হয়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে গতকাল রোববার মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোতালেবুর রহমান।
গত শনিবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের রাস্তা থেকে শিশুটিকে উদ্ধার করে এলাকাবাসী। পরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাফুজুর রহমান শিশুটিকে তার নিজ তত্ত্বাবধানে স্থানীয় কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। রোববার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেয়ার পথে মারা যায়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুসাইন শাফায়েত বলেন, শিশুটি রাতে সুস্থ ছিলো। সকালে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থার অবনতি হলে আমরা যশোর জেনারেল হাসপাতালে রেফার করি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. মাহফুজুর রহমান নবজাতকটির মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, যশোর জেনারেল হাসপাতালে শিশুটি মারা গেছে। নবজাতকটি হেফাজতে থাকা উপজেলার ষাটবাড়িয়া গ্রামের মো. মুকুল জোয়ার্দ্দার ও তার স্ত্রী দাফনের ব্যবস্থা করবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটববাড়ীয়া গ্রামে রাস্তার পাশ থেকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক নবজাতককে উদ্ধার করে পুলিশ।