জীবননগরে ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা নিয়ে মতবিনিময়সভা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় সকল ধর্মের নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিমিয়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোবাবর উপজেলা পরিষদ হলরুমে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে এ মতবিনিমসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। মতবিনিময়সভায় বক্তারা বলেন, সকল ধর্মের মানুষের সম্প্রীতির সাথে বসবাসের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বাংলাদেশে। এ দেশে হিন্দু, বৌদ্ধ্য, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ অত্যান্ত সৌহাদ্যপূর্ণ সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। যা বিশ^বাসীর নজর কেড়েছে। সম্প্রীতির উদাহরণ দিতে গিয়ে বিশে^র অনেক দেশে এখন বাংলাদেশের নাম তুলে ধরে। বক্তারা বলেন, আমরা কোনো কুচক্রী মহলের উস্কানিতে কান দিয়ে আমাদের এ সম্প্রীতি কোনোভাবেই বিনষ্ট হতে দেবো না। আমরা আমাদের ধর্মীয় সম্প্রীতি যেকোনো মূল্যে ধরে রাখবো। বক্তারা বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে, দুর্নীতি ও নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো। সমাজে আমরা কোনো অনাচার হতে দেবো না। এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার।
ইসলামী ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক এবিএম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিমসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান এক্য পরিষদের জীবননগর উপজেলা সভাপতি রমেন বিশ^াস। ইফার জীবননগর উপজেলা ফিল্ড সুপারভাইজার আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়সভায় এছাড়াও সাংবাদিক নারায়ণ ভৌমিক, আবুল হোসেন, বিজয় কুমার হালদার, জীবন সেন, প্রশান্ত কুমার, শ্রী রাম প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিমসভায় উপজেলার আলেম সমাজ, বিভিন্ন ধর্মের প্রতিনিধি ও জনপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।