খেলাধুলা যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- রেখে দূরে রাখে : ছেলুন জোয়ার্দ্দার এমপি

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় এমপি ছেলুন ফুটবল টুর্নামেন্ট-২০১৯ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৪ নভেম্বর প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিকভাবে পায়রা উড়িয়ে ও ফুটবলে কিক মেরে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ আমি ফুটবল খেলা দেখতে এসে অভিভূত, দর্শক আবারও প্রমাণ ক লো ফুটবল খেলায় সবচে জনপ্রিয় খেলা। মাত্র ১ ঘণ্টা ৩০ মিনিটে দর্শক যে আনন্দ উপভোগ করে তা অন্য কোনো খেলায় এতো দর্শক আনন্দ পায় বলে আমার জানা নেই। খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, সুস্থ দেহ সুস্থ মন, খেলা ধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- রেখে দূরে রাখে। কারণ একজন ভালো খেলোয়াড় তার খেলার মাধ্যমে দর্শকদের আনন্দ দেয়। তোমরা প্রতিদিন অনুশীলন না করলে দম শক্তি থাকবে না, ফুটবল খেলায় দম অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলায় হারজিৎ থাকবে; আজ যে দল জয়লাভ করেছে, যারা হেরেছে তারা আগামীতে এই শিক্ষা কাজে লাগিয়ে জয়ী হতে হবে। জয়ীরা তাদের জয় ধরে রাখতে আবারও মরিয়া হয়ে খেলবে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খোস্তার জামিল, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, জেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক বিআরডি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল হক তবা, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গবীর রুহানী মাসুম, বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মীর শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন। উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহম্মেদ ডনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, বিশিষ্ট ফুটবলার প্রভাষক শরিফুল ইসলাম, অ্যাড. লাল্টু, কাউন্সিলর কাজী আলী আজগর সাচ্চু, নিগার সিদ্দীকি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু নাসের, আলমডাঙ্গা খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিয়ারাজ হোসেন, আওয়ামী লীগ নেতা সোনা উল্লাহ, কামাল হোসেন, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, খন্দকার মজিবুল ইসলাম, দেলোয়ার হোসেন, দ্বীনেশ কুমার, শহিদুল ইসলাম মোল্লা, সাফায়েতুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর আব্দুল গাফফার, যুবলীগ নেতা সাইফুর রহমান পিন্টু, শিবলী, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্মসম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাঈন বাদশা, ছাত্রলীগ নেতা ইছানুর কবীর, আব্দুল্লাহ আল সাকিব, সুরুজ, ক্রীড়া ব্যক্তিত্ব হাসান রেজা মুন্না, মীর আসাদুজ্জামান উজ্জ্বল, মনির হোসেন, সেলিম, রমজান প্রমুখ। উদ্বোধনী খেলায় ঐতিহ্যবাহী ফ্রেন্ডস ক্লাব ১-০ গোলে আলমডাঙ্গা ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করে। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কুষ্টিয়ার আবুল হাসান, আলমডাঙ্গার শিক্ষক ফিরোজ, মহাসিন কামাল ও সোহাগ। ধারা বিবরণীতে ছিলেন চুয়াডাঙ্গা সদর ওসি এল.এস.ডি আবু বকর সিদ্দীক।