মেহেরপুরে সহকারী শিক্ষক মিজানুজ্জামানকে অপসারণের দাবিতে মানববন্ধন

মেহেরপুর অফিস: ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষক মিজানুজ্জামানকে দুর্নীতি ও অনিয়েমের অভিযোগে মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে বদলি করায় শহরের শ্রমিক লীগের ব্যানারে মানববন্ধন করেছে স্থানীয় সুশীল সমাজ। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শহর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বকুলের নেতৃত্বে মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিক্ষক মিজানুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়মের স্লোগান সম্বলিত ফেস্টুন বহন করছিলো।
এ সময় মানববন্ধনে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবীর অধিকারী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সোহেল রানা, যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা রিংকু মাহমুদ, শেখ শাহী, মাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, মনিরুল ইসলাম মনিসহ অভিভাবকেরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তরা বলেন, একজন চিহ্নিত দুর্নীতিবাজ শিক্ষককে স্বাধীনতা বিজড়িত ঐতিহাসিক মেহেরপুরে দেয়া হলো কেনো। বক্তারা তাকে মেহেরপুর থেকে অন্যত্র দেয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামানকে দুর্নীতির দায়ে ঝিনাইদহ থেকে মেহেরপুরে বদলি করা হয়। ঘুষ নিয়ে নিয়ম বহির্ভূত ছাত্র ভর্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।