চুয়াডাঙ্গা ডিঙ্গেদহে সোনালী ব্যাংকে বিদায় ও শুভাগমন সংবর্ধনা

ডিঙ্গেদহ প্রতিনিধি: সোনালী ব্যাংক ডিঙ্গেদহ শাখা চুয়াডাঙ্গার ম্যানেজার আব্দুল্লাহ আল মারুফের বিদায় এবং নবাগত ম্যানেজার রুস্তম আলীর শুভাগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় ডিঙ্গেদহ সোনালী ব্যাংক শাখার সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক ডিঙ্গেদহ শাখার সিনিয়র অফিসার আশরাফুজ্জামান রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের এজিএম আব্দুল মজিদ। তিনি বলেন, সোনালী ব্যাংক দেশের বাণিজ্যিক, শিল্প ও কৃষি ঋণ প্রদান করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে, তেমনই বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ভাতা প্রদান ও ১০ টাকার বিনিময়ে কৃষকের ভুর্তকির টাকা প্রদানের মাধ্যমে সেবা করে আসছে। এ সময় তিনি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জনগনের সাথে প্রভু নয় বন্ধুসুলভ আচরণ করবেন। আপনাদের আচরণে কেউ যেনো কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস কমিটি ও বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি সমীর উদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিঙ্গেদহ বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী হাজি সিদ্দিক আহাম্মেদ জোয়ার্দ্দার, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন বি-২০২ এর সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস কমিটি ও বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সামসুজ্জামান, সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখার ম্যানেজার সামসুর রহমান, ডিঙ্গেদহ বাজার কমিটির সভাপতি জাকির হোসেন জোয়ার্দ্দার বাবু, বিশিষ্ঠ ব্যবসায়ী শিকদার মানিক। আরও উপস্থিত ছিলেন ডিঙ্গেদহ সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার কৌশিক হালদার, অফিসার ক্যাশ মাহাফুজুর রহমান, অফিসার গোলাম শামীম জোয়ার্দ্দার, শাহাবুদ্দিন আহাম্মেদ, মশিউর রহমান, ব্যবসায়ী রুবেল প্রমুখ।