মেহেরপুর পশুহাটে কারেন্টজাল জব্দ

মেহেরপুর অফিস: মেহেরপুর শহরের পশুহাট সংলগ্ন মৎস্য বাজারে মা ইলিশ রক্ষা কার্যক্রের আওতায় অবৈধ কারেন্ট জাল জব্দ এবং সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে বাজারের একটি গোপন জায়গা থেকে আনুমানিক ১৫০০ মিটার কারেন্ট জাল আটক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মাইনুদ্দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর মো. জাকির হোসেন এসময় উপস্থিত ছিলেন। এ সময় আটককৃত অবৈধ জালগুলো জনতার সামনে আগুন দিয়ে বিনষ্ট করা হয়। পরে সন্দেহভাজনকে ছেড়ে দেয়া হয়।