মহেশপুরের পল্লীতে অন্ধকারে আলো ছড়াচ্ছেন কলেজছাত্র সোহেল রানা

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহ মহেশপুরের পল্লীতে অন্ধকারে আলো ছড়াচ্ছেন অনার্স পড়–য়া ছাত্র সোহেল রানা। উপজেলার ফতেপুর ইউপির নিমতলা গ্রামের দীনমজুর আমিনুল ইসলামের এক ছেলে এক মেয়ে। ছেলে সোহেল রানা টুটুল কোটচাঁদপুর কেএমএইচ সরকারি ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। তারা মাঠের মধ্যে দোচালা ঘরে বসবাস করে। বাড়ির উঠানে গাছতলায় বিছানা বিছিয়ে গ্রামের হতদরিদ্র পরিবারের ছেলেমেয়েদের স্বেচ্ছাশ্রমে লেখাপড়া শেখান সোহেল রানা। প্রতিদিন বিকেলে শিক্ষার্থীরা রাউন্ডে বসে কয়েক ঘণ্টা লেখাপড়া করে থাকে। এ বিষয়ে সোহেল রানার সাথে এ প্রতিবেদকের সাক্ষাত হলে তিনি জানায়, তার গ্রামটি ৯০ ভাগ লোক দারিদ্র সীমার নীচে বসবাস করে। শিক্ষিতের হার একেবারেই কম। বিশ্ববিদ্যালয়ে পড়েছে এমন লোক খুঁজে পাওয়া যায় না। এই চিন্তা থেকে যে সকল ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করছে তাদেরকে মেধা বিকাশ ও উচ্চ শিক্ষায় উদ্ধুদ্ধ করার লক্ষ্যে তার এই প্রায়াস। নিজেদের সংসারে প্রচন্ড অভাব, ঘর-দোর না থাকায় তিনি গাছতলায় এই শিক্ষা দেন। সোহেল আরো জানান, তার ভালো লাগা থেকে এই শিক্ষার আলো দান করছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে এই শিক্ষার আলোয় ব্রত থাকতে চান। তিনি সকলের দোয়া কামনা করেছেন।