আলমডাঙ্গায় নতুন বেস্ট ফগার মেশিন দিয়ে ডেঙ্গু প্রতিরোধে এ্যারোসল ও কিটনাশক স্প্রে উদ্বোধন

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে নতুন বেস্ট ফগার মেশিন দিয়ে ডেঙ্গু প্রতিরোধে এ্যারোসল ও কিটনাশক স্প্রে উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, আলমডাঙ্গা পৌরসভা সকল নাগরিক নিজ নিজ বাড়ির আঙিনা নিজ উদ্যোগে পরিষ্কার পরিছন্ন রাখলে শুধু এসিড মশা না কোনো প্রকার মশাই জন্ম গ্রহণ করতে পারবে না। আশপাশ সকল পৌরসভাসহ বিভিন্ন উপজেলা মহামারি আকারে ডেঙ্গু রোগী দিনদিন বেড়েই চলেছে। আল্লাহর রহমতে আমাদের পৌরসভাসহ উপজেলায় ডেঙ্গু রোগী ধরা পড়েনি বললেই চলে। আমাদের সকলকে ডেঙ্গ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভা নতুন দুটি উন্নত মানের বেস্ট ফগার মেশিন ক্রয় করেছে। গতকাল আলমডাঙ্গা চারতলার মোড়ে ফগার মেশিন দিয়ে ঝোড়, ঝাপে, ময়লা, আবর্জনার মধ্যে এ্যারোসল ও কিটনাশক স্প্রে করেন। আলমডাঙ্গা শহরের সত্যনারায়ন মন্দির, বড় মসজিদ, আলমডাঙ্গা সরকারি কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্রাইট স্কুল, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মহিলা ডিগ্রি কলেজ, উপজেলা পরিষদ চত্বর, থানা চত্বরসহ বিভিন্ন জায়গায় মশানিধন কল্পে কিটনাশক স্প্রে করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সদর উদ্দিন ভোলা, জহুরুল ইসলাম, আলাল উদ্দিন, মতিয়ার রহমান ফারুক, কাজী আলী আজগার সাচ্চু, মামুনর রশিদ হাসান, ফারুক হোসেন, আব্দুল গাফফার, মহিলা কাউন্সিলর কল্পনা খাতুন, নুর জাহান বেগম, কনজারভেন্সি ইন্সপেক্টর আসাদুল ইসলাম, সহকারী পরিদর্শক মামুন আক্তার, জয় বিশ্বাস, মোস্তাক আলী, পরিমল কুমার কালু, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ প্রমুখ।