দামুড়হুদার মদনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

দর্শনা অফিস: শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সেই সাথে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি ও মাদকের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের শপথ করানো হয়। গতকাল বুধবার সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল বলেন, গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। একটি গাছ সন্তান ও বন্ধুর মতো অর্থনৈতিক যোগান দেয়। তাই বেশী বেশী গাছ লাগিয়ে রক্ষা করতে হবে পরিবেশ ও ভারসাম্য। সেই সাথে মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। প্রধান আলোচক ছিলেন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ মাহাবুবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মারফিন খাতুন, বিএম জুবায়ের হোসেন, সাইদুর রহমান সাইদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাল সবুজের এস জামিল রুবেল এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান রিফাত। শিক্ষার্থীদের হাতে গাছের চারা বিতরণ ও মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়। সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় প্রধান রাসেল চৌধুরী, দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি বাবু, সাধারণ সম্পাদক জনি, মেহেদী, আপন, রিয়াজ, রাকিব প্রমুখ।