টিপ্পনী-বাড়ি যাবেন কবে

আহাদ আলী মোল্লা

দশ দশ দিন করেন চুরি
গেরস্তের একদিন,
আজকে হবে কঠিন বিচার
জেলের সাজা নিন।

কামাই করার মুরোদ আছে
গায় গতরে গোশ
খাটেন না তাও মাঠে ঘাটে
এটাই ভীষণ দোষ।

এবার দেখুন ভেবে সবাই
কী পরিণাম হয়,
জেলের ঘানি টানা কিন্তু
সহজ ব্যাপার নয়।

শ্বশুর বাড়ি থাকুন থাকুন
জামাই আদর হবে,
ছেলে-মেয়ে বউরা কাঁদে
বাড়ি যাবেন কবে?

সূত্র: (ডাকাতির প্রস্তুতিকালে চুয়াডাঙ্গার দোস্তগ্রাম থেকে ৭ ডাকাত গ্রেফতার)