সাঁতার শেখার গুরুত্ব দিতে অভিভাবকদের প্রতি আহ্বান

?

চুয়াডাঙ্গায় সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সমাপনী দিনে চুয়াডাঙ্গা জেলা শহরের দেড় শতাধিক ছাত্র-ছাত্রী সাঁতারু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত অনূর্র্ধ্ব-১৮ বয়সভিত্তিক এ প্রতিযোগিতায় বালকদের জন্য ৩টি ও বালিকাদের জন্য ২টি গ্রুপ নির্ধারণ করা ছিলো। চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম সংলগ্ন চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চুয়াডাঙ্গা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা ফাযিল মাদরাসা, চুয়াডাঙ্গা একাডেমি ও এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়ের ১৫৫ জন শিক্ষার্থী সাঁতার প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি অত্যন্ত উপভোগ্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাছুদুল আলম ও উপজেলা সহকারী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শেষে বিকেল ৫টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের সাধারণ সম্পাদক সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সম্পদের চেয়ে সন্তানের জীবনের মূল্য অনেক বেশি। তাছাড়া বর্তমান যুগে ভালো স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ যে কোনো চাকীির ক্ষেত্রে সাঁতার জানাদের অগ্রাধিকার রয়েছে। তাছাড়া নদী-মাতৃক বাংলাদেশে সাঁতার শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা আপনাদের সন্তানকে সাঁতার শেখান নিরাপদ রাখুন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক সৈয়দ ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল-সামী ও সীমান্ত সুইমিং ক্লাবের সম্পাদক জামান আক্তার। প্রতিযোগিতায় বালক বড় গ্রুপে রাশেদ ১ম স্থান, তন্ময় ২য় ও জুবায়ের ৩য় স্থান দখল করে। বালক মধ্যম গ্রুপে হৃদয় ১ম, আসিফ ২য় ও স্বাধীন ৩য় স্থান দখল করে। বালক ছোট গ্রুপে হাবিবুর রহমান ১ম, তানজিল ২য় ও মুবিন ৩য় স্থান দখল করে। বালিকা বড় গ্রুপে তমা ১ম, বাবলী ২য় ও সোমাইয়া ৩য় স্থান দখল করে। বালিকা ছোট গ্রুপে নাহিদ ১ম, পূর্ণিমা ২য় ও বীথি ৩য় স্থান দখল করে।
সাঁতার প্রতিযোগিতা পরিচালনা করেন প্রশিক্ষক স্বপন, রিতা, মেজমিয়া, রউফুন নাহার রীনা, ফুরকান আলী ও রিপা শারমিন।