বড়গাংনীর সদালাপী শিক্ষক আবু মুসা মাস্টার আর নেই

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার বড়গাংনীর সদালাপী পরিচিত ও প্রিয় শিক্ষক আবু মুসা মাস্টার আর নেই (ইন্নালিল্লাহি……………..রাজেউন)। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে তিনি ঢাকাতে তার ছেলের বাসায় মার যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আবু মুসা মাস্টারের মরদেহ জানাজা শেষে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী মৃত মাওলানা আব্দুল লতিফের ছেলে। তিনি জন্ডিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।