চুয়াডাঙ্গার মালোপাড়ায় দুটি বাড়িতে অগ্নিকাণ্ড আতঙ্ক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পৌর এলাকার মালোপাড়ায় দুটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় মনুষ প্রাণ ভয়ে দিগবিদিক ছোটাছুটি করে। এ সয়ম খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে তাদের পানি ছিটাতে হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বৈদুতিক শর্টসার্কিট থেকে মালোপাড়ার অ্যাড. শহিদুল হক ও আব্দুল কাশেমের বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটে। দুটি মিটার ছাড়া কিছুই পোড়েনি। খবর পেয়ে ওই এলাকার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে ওজোপাডিকো। একই সাথে ঘটনাস্থলে আসেন তারা।