চুয়াডাঙ্গায় বাংলাদেশ স্কাউটসের বসন্ত কাব মেলা ৯ম জেলা কাব ক্যাম্পুরি সমাপ্ত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাংলাদেশ স্কাউটসের বসন্ত কাব মেলা ৯ম জেলা কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হয়েছে। বসন্ত কাব মেলা গতকাল বুধবার সন্ধ্যায় জাফরপুরস্থ নতুন জেলা স্টেডিয়ামে মহাতাঁবু জলসা শেষ হয়।
মহাতাঁবু জলসার (গ্রান্ড ক্যাম্প ফায়ার) আগুনের কুন্ডলীতে মশাল হাতে আগুন জ্বালায় প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। পরে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন, সুন্দর জীবন গড়তে স্কাউটসের ভূমিকা অপরিসীম। কাব ও স্কাউটসের সদস্যরা কখনও অপরাধমূলক কর্মকা-ে জড়াতে পারে না। স্কুলজীবন থেকে কাব স্কাউটিং করলে তা ব্যক্তি জীবন সুন্দর করে তোলে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ক্যাম্প চিফ সাইফুল ইসলাম, জেলা স্কাউটস সম্পাদক আব্দুল হান্নান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটসের সহকারী লিডার ট্রেনার শাহনেওয়াজ ফারুক ও উবাইদুল হক।
উল্লেখ্য, জেলার মোট ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪০জন শিক্ষার্থীকে নিয়ে এই কাব কাম্পুরী শুরু হয় গত ২৬ ফেব্রুয়ারি।