মেহেরপুরে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হলেও চুয়াডাঙ্গায় বিক্ষোভে পুলিশের বাধা

????????????????????????????????????

স্টাফ রিপোর্টার: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বিএনপি। চুয়াডাঙ্গায় পৃথক দুটি স্থান থেকে বিক্ষোভ মিছিল বের হওয়ার সময় পুলিশের বাধায় তা প- হয়ে যায়। পরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে নেতৃবৃন্দ। মেহেরপুরেও পৃথক দুটি স্থানে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বেগম জিয়ার বিরুদ্ধে সাজা প্রদান সম্পূর্ণরুপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং নেত্রীর ওপর সকল প্রকার হয়রানির অবসান ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো মামলার প্রতিবাদে ও নিঃশর্তে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবশে করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করতে গেলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক মালিক মজু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. ওহিদুজ্জামান বুলা। পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম রতনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম, বিএনপি নেতা রেজাউল করিম মুকুট। আরও বক্তব্য রখেন সদর থানা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম লিটন, যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ উজ জামান সিজার, সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ তালহা, যুগ্ম -আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, জেলা ওলামা দলের সভাপতি ফজলুল রহমান, মোমিনপুর বিএনপির সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পদ্মবিলা ইউনিয়নের সভাপতি প্রফেসর মেম্বার আলাউদ্দীন, সাবেক মেম্বার আমির হোসেন, ফারুক হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, সিনিয়র সহ-সভাপতি আইনুল ইসলাম, তিতুদহ বিএনপির সভাপতি মিলন মিয়া প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে বিকেল ৪টায় কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হলে পুলিশের বাধায় প- হয়ে যায়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন। প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি রবিউল হক বাবলু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাড. মানি খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক রাজীব খান, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইন্তাজ আলী। পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলর যুগ্ম-আহ্বায়ক শাজাহান খান।
মেহেরপুর আফিস জানিয়েছে, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ করেছে মেহেরপুর জেলা বিএনপি। সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ইলিয়াছ হোসেন, আনছারুল হক, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল আওয়াল, মনিরুজ্জামান গাড্ডু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আব্দুর রহিমসহ জেলা নেতৃবৃন্দ। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ।
অপরদিকে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে শহরের পৌর ঈদগাহ পাড়াস্থ মেহেরপুর জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার সময় শহরের পৌর ঈদগাহ পাড়ায় নিজ কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটনের নেতৃত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, বিএনপি নেতা অ্যাড. মখলেছুর রহমান স্বপন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল প্রমুখ।