মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিক্রি : ক্ষুব্ধ ক্রেতার প্রতিকার প্রার্থনা

স্টাফ রিপোর্টার: পাউরুটির মেয়াদ থাকে হাতেগোনা কয়েকদিন। ফলে একটু না দেখে খেলেই পেটের পিড়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে বলেই অধিকাংশ কোম্পানিই মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিক্রি না করে দোকানিকে ফেরত দেয়ার জন্য বলেন। কোম্পানি ফেরত নিয়ে ওই পাউরুটি দিয়ে টোস্ট বিস্কুটসহ অন্যান্য খাদ্যসামগী তৈরি করে পুনরায় বাজারজাত করে থাকে। এরপরও দোকানি কেন মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিক্রি করলো? গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ক্যানটিনের করিমের দোকান থেকে পাউরুটি কিনে খেতে গিয়ে রোগীর লোকজন দেখেন পাউরুটির মেয়াদ দুদিন আগেই শেষ হয়ে গেছে। আর সে কারণেই পঁচা গন্ধ ছুটছে এ অভিযোগ তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের ডেকে দেখান। সাংবাদিকেরা দোকানির নিকট বিষয়টি জানতে গেলে তিনি বলেন, খেয়াল না করার কারণে এমনটি হয়ে থাকতে পারে।