ধর্ষণের শিকার সেই প্রতিবন্ধী সন্তান প্রসব করছে আজ

দামুড়হুদা জয়রামপুরের অভিযুক্ত ধর্ষক আলম রয়েছে জেলহাজতে

স্টাফ রিপোর্টার: ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়া দামুড়হুদা জয়রামপুর মল্লিকপাড়ার বাক-শ্রবণ প্রতিবন্ধী ষড়োশীর অস্ত্রোপচার করা হতে পারে আজ। অস্ত্রোপচারের মাধ্যমেই ভূমিষ্ঠ হবে তার পুত্র সন্তান। এই সন্তানের বয়স দেড় মাস হলে অভিযুক্ত ধর্ষক দু’সন্তানের জনক একই গ্রামের ডিশ কেবল ব্যবসায়ী আলমের সাথে ডিএনএ পরীক্ষা করানো হবে। আবেদনের প্রেক্ষিতে এরকমই সিদ্ধান্ত হয়ে রয়েছে বলে জানিয়েছেন মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার। যদিও তিনি পুলিশের তত্ত্বাবধানে ডিএনএ পরীক্ষার রিপোর্ট নিয়ে ইতোমধ্যেই প্রশ্ন তুলে বলেছেন, সম্প্রতিকালের কয়েকটি ডিএনএ পরীক্ষার রিপোর্ট আমাদের কাছে যথেষ্ট সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা দামড়হুদার জয়রাপুরের মল্লিকপাড়ার বাক ও শ্রবণ প্রতিবন্ধী যুবতীর শরীরিক পরিবর্তন ফুটে উঠলে চিকিৎসকের নিকট নেয়া হয়। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় প্রতিবন্ধী যুবতী ৫ মাসের অন্তঃসত্ত্বা। কে তাকে এই সর্বনাশ করলো? প্রতিবন্ধী দেখিয়ে দেয় তার গ্রামের নূর নবীর ছেলে আলমকে। ডিশ ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী আলম অবশ্য প্রথম থেকেই তা অস্বীকার করে আসছে। যদিও এক পর্যায়ে আপসেরও প্রক্রিয়া করা হয়। মানবতা আইনগত সহায়তার হাত বাড়ায়। মামলা হয়। এ মামলার আসামি বর্তমানে জেলহাজতে। তার তরফে ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়েছে। এদিকে আজ প্রতিবন্ধীর শরীরে অস্ত্রোপচার করে (সিজার) করে সন্তান প্রসব করানোর প্রাথমিক প্রস্তুতি নেয়া হয়েছে।