আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার বড়গাংনী মাঠে অগ্নিকাণ্ডে পানবরজ পুড়ে ভস্মীভূত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী-ফুলবগাদী মাঠে বেশ কিছু পানবরজ রয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে আকস্মিক আগুন জ্বলতে দেখে মাঠের কৃষকরা। এসময় তারা আগুন নিয়ন্ত্রণে আনলেও বড়গাংনী গ্রামের মৃত মুনজিল আলীর ছেলে সাইফুল ইসলামের ১০ কাঠা, একই গ্রামের মৃত বিশারত মণ্ডলের ছেলে ইয়ামিন হকের ১০ কাঠা, তাহাজ্জেল উদ্দীনের ছেলে আব্দুর রাজ্জাকের ৫ কাঠা এবং ওহিদুল ইসলামের ছেলে জয়নাল আবেদ্দীনের ৫ কাঠা পানবরজ, ৪ জনের মোট দেড়বিঘা জমির পানবরজ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায়।