আলমডাঙ্গার মহেশপুরে রাস্তায় সরকারি জমিতে ঘর নির্মাণের অভিযোগ

আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার মহেশপুর গ্রামের মানিক ধনির বিরুদ্ধে সরকারি রাস্তার জমি দখল করে ঘর নির্মাণের অভিাযোগ উঠেছে। তিনি সরকারি রাস্তা জোরপূর্বক দখল করে সেখানে পাকা ঘর নির্মাণ করেছেন। এতে ৮০-৯০ ঘর বসতি লোকের বের হওয়ার রাস্তা বন্ধ হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী একই পাড়ার মৃত ওয়াজ আলীর ছেলে নুরুল হক।
অভিযোগসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের উত্তরপাড়ার মৃত খোরশে ধনির ছেলে মানিক ধনি ২০১৬ সালে তার বাড়ি বরাবর সরকারি রাস্তার ওপর সে পাকা ঘর নির্মাণ করে । ওই সময়ের ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু ও এলাকাবাসী মিলে বাঁধা দিলে তিনি বলেন, এ জমি আমার তাই আমি ঘর নির্মাণ করছি। এ কারণে পাড়ার ৮০-৯০ পরিবারের বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিতভাবে অভিযোগ করেছেন। বিষয়টি দ্রুতভাবে জেলা প্রশাসন ব্যবস্থা নেবে বলে ভুক্তভোগীরা আশা করেছেন।