দর্শনা আইসি পুলিশের শান্তিপাড়ায় মাদকবিরোধী অভিযান
দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে শান্তিপাড়া থেকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে দামুড়হুদার জয়রামপুরের জ্যাকি ও জিল্লুকে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। গতকাল মঙ্গলবার বিকেলে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েনের নেতৃত্বে এএসআই লাভলু গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ায়। পুলিশ শান্তিপাড়া থেকে গ্রেফতার করেছে দামুড়হুদার হাউলী ইউনিয়নের জয়রামপুর স্টেশনপাড়ার জ্যাকি (২৬) ও কলোনীপাড়ার জিল্লুর রহমানকে (২৫)। জিল্লু ও জ্যাকি ইয়াবার খোলাবাজার নামে খ্যাত শান্তিপাড়া থেকে ইয়াবা কিনে ফেরার পথেই পুলিশের হাতে গ্রেফতার হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এএসআই লাভলু বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।