কিন্ডারগার্টেন স্কুলের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

প্রতিবাদে মেহেরপুর মাধ্যমিক শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা জুড়ে অসংখ্য কিন্ডার গার্টেন স্কুল গজিয়ে উঠছে। এসব কিন্ডার গার্টেনে প্রাথমিক শিক্ষার বাইরে হর-হামেশায় ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি করা হচ্ছে। এতে দিনে দিনে বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষার্থী সঙ্কটে পড়ছে। এর প্রতিবাদে মেহেরপুরের শিক্ষক সমিতির পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বেলা ১২টায় মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি সদর উপজেলার উজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী স্মারকলিপি প্রদান করেন। সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির নেতা প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, আবুল কাশেম, ইস্রাফিল হোসেন, শফিকুল ইসলাম, ফজলুর রহমান প্রমুখ। মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা যৌক্তিক বক্তব্য তুলে ধরে স্মারকলিপিতে জানান, কিন্ডার গার্টেন স্কুলগুলোর সরকার নির্ধারিত জমি নেই। নেই সংরক্ষিত তহবিল। ক্ষেত্র বিশেষ ৩ কিংবা ৪ কিলোমিটারের মধ্যে অন্য কোনো মাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলার অনুমতি না থাকলেও ২শ’ থেকে ৫শ’ গজের মধ্যে ভাড়া বাড়িতে কিন্ডার গার্টেন স্কুল গড়ে উঠছে। সরকারি বিধির বাইরে কিন্ডার গার্টেন স্কুলসমূহে কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি ক্ষেত্র বিশেষ ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান হচ্ছে। এক্ষেত্রে ছাত্র-ছাত্রী ভর্তিতে শিক্ষাবোর্ডের অনুমতির তোয়াক্কা করছেন না তারা। এছাড়া বিভিন্নভাবে সরকারি বই যোগাড় করায় মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা যথাযথ বই পা”েছ না। এতে সরকার স্বীকৃত মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্মারকলিপিতে মেহেরপুর সদর উপজেলার প্রায় একশ’টি স্কুল-কলেজ ও মাদরাসার প্রধানগণ স্বাক্ষর করেছেন। মাধ্যমিক শিক্ষা সমিতি কিন্ডার গার্টেন স্কুলসমূহের স্বে”ছাচারী ভূমিকার প্রতিবাদ জানিয়ে ও প্রতিকার চেয়ে স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক মেহেরপুরসহ সরকারের শিক্ষা বিভাগের বিভিন্ন দফতরে প্রেরণ করেছেন।