হতদরিদ্রদের সহায়তা তহবিল গঠনে গাংনীতে মতবিনিময়সভা

গাংনী প্রতিনিধি: ‘দশের লাঠি একের বোঝা’ বিত্তবানদের একটু সহায়তা বদলে দিতে পারে একটি হতদরিদ্র পরিবারের জীবনচিত্র। এ স্লোগানে মেহেরপুর গাংনীতে দরিদ্র বিমোচন তহবিল গঠনের লক্ষ্যে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গাংনীর বিশিষ্ট সমাজসেবক বশির আহমেদের উদ্যোগে গতকাল শুক্রবার দুপুরে গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বশির আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী হাজি আলফাজ উদ্দীন, জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ইনামুল হক, গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি হাজি মহাসিন আলী, গাংনী বাজার কমিটির সভাপতি হাজি হাফিজুর রহমান মানিক, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান, প্রভাষক ওয়াহেদ বীন হোসেন মিন্টু, মোস্তাফিজুর রহমান বাবুল, প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রভাষক নাজমুল হক বাবুল, বকুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা তহবিল গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, সমাজের অনেকেই আজ অবহেলিত ও দারিদ্রসীমার নিচে অবস্থান করছে। সমাজের সচেতন ও বিত্তশালী মানুষ হিসেবে আমাদের অনেক কিছুই করণীয় রয়েছে। এলাকা ভিত্তিক তালিকা তৈরি করে গরু-ছাগল, রিক্সা-ভ্যান ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দিতে পারলেই দরিদ্র বিমোচন করা সম্ভব হবে। এলক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Leave a comment