একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পথকে ষড়যন্ত্রমুক্ত করতে হবে

গাংনীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জনসভায় নূর আহমেদ বকুল

গাংনী প্রতিনিধি: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নূর আহমেদ বকুল অভিযোগ করে বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাম্প্রদায়িক শক্তি ষড়যন্ত্র করছে। ওই পাকিস্তানি প্রেতাত্মারা সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট করে দেশকে অকার্যকর হিসেবে পরিচিতি করার অপচেষ্টায় লিপ্ত। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে যারা বিশ্বাস করেন অবশ্যই এসব অপশক্তির বিরুদ্ধে তাদের রুখে দাঁড়াতে হবে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর গাংনীর মহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথাগুলো বলেন।
বক্তৃতায় ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা নূর আহমেদ বকুল বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এর পরেও বিএনপি ওই নির্বাচন প্রশ্নে বিতর্ক তুলেছে। যা কোনোভাবেই গ্রহণ যোগ্য নয়। এটা মিথ্যাচার। বিএনপির লক্ষ্য হলো আগামী নির্বাচনে নির্বাচন কমিশনকে বিতর্ক করা। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ করে তিনি বলেন, তার সাথে মদদ দিচ্ছে মৌলবাদী-জঙ্গিবাদী জামায়াত। ১৪ দলের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে মহাসড়কে দেশকে তুলেছেন তা রক্ষা করতে না পারলে দেশ আবার ভুল পথে যাবে। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। মটমুড়া ইউনিয়ন ওয়ার্কার্স পার্টি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন কমরেড মজনুল হক মজনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, জেলা ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ, কমরেড আমিনুল ইসলাম, কমরেড হাশেম আলী ও যুব নেতা বিপ্লব হোসেন। উপস্থিত ছিলেন কৃষক নেতা আব্দুর রশিদ ও শাহারুল ইসলামসহ মটমুড়া ইউনিয়ন ও জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ।