বর্তমান বিশ্ব পরিস্থিতিতে নজরুল চেতনার বিকাশ অতীব জরুরি

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় নজরুল মেলা উদ্বোধনকালে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ

শরিফ রতন/হাসেম রেজা: বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জাতীয় কবি কাজী নজরুলের চেতনার বিকাশ অতিব জরুরি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির অহংকার। আর্তমানবতার পাশে থাকার জন্য তিনি আহ্বান করে অজ¯্র কবিতাবলি রচনা করে গেছেন। তিনি তার রচনাসমগ্র দিয়ে বাঙালি জাতিকে বুঝিয়ে গেছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা আটচালা ঘর প্রাঙ্গণে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসানের সভাপতিত্বে দু’দিনব্যাপী নজরুল মেলার উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কাজী নজরুল জানিয়ে গেছেন পরাধীনতার শেকল থেকে কিভাবে মুক্তি আনতে হবে। জ্ঞান বিকাশের ক্ষেত্রে নজরুল রচনাবলি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা নজরুল বই পড়ে মানবতা সম্পর্কে ধারণা লাভ করে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি যারা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন বা যাদের নিয়ে মানুষ গবেষণা করে তাদের ইতিহাস পড়বে তাহলে প্রচুর জ্ঞান অর্জন করতে পারবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট নজরুল গবেষক এইচএম সিরাজ, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও জেলা আ.লীগের সদস্য খলিলুর রহমান ভুট্ট, নজরুর স্মৃতি বিজড়িত আটচালা ঘর মালিক প্রকৃত বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুল চর্চা কেন্দ্র বাঁশরির সাধারণ সম্পাদক কবি জাকির হোসেন, কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সভাপতি এমএ গফুর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অগ্নিবীণা খুলনা বিভাগীয় সংসদের সাধারণ সম্পাদক কবি এসএম হুসাইন বিল্লাহ, ইউনিয়ন আ.লীগের সম্পাদক নজির আহম্মেদ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আ. হাকিম, মন্টু, আ.লীগ নেতা করিম বিশ্বাস, শওকত আলী, লাল মোহাম্মদ, শিক্ষক জেসমিন আরা, আকলিমা খাতুন, কামাল হোসেন, শিল্পী রঘুনাথ পাল, সাংবাদিক হাসমত আলী, মুস্তাফিজ কচি, মেহেদী মিলন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, সম্পাদক সানাউল কবির শিরিন, ছাত্রলীগ নেতা সাজ্জাদ, তুহিন, সুলতান মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগে জেলা প্রশাসক নজরুল স্মৃতি ফলকে পুষ্পার্পণ করেন। এরপর কবুতর ও বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন নজরুল চর্চা কেন্দ্র বাঁশরি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রোগ্রাম অফিসার বাঁশরি মু. তরিকুল ইসলাম হাছিব। এদিকে রাত ৮টায় মঞ্চে ঢাকা আর্ট থিয়েটারের পরিবেশনায় নজরুল রচিত নাটক মৃত্যুক্ষুধা মঞ্চায়ন হয়েছে। নজরুল মেলায় থাকছে মঞ্চনাটক, সিনেমা, কবিতা, শীতের পিঠা ও পুলি। ছবি আঁকা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।