আলমডাঙ্গার ভাংবাড়িয়ার সাজাপ্রাপ্ত আদমব্যবসায়ী পিতা-পুত্র গ্রেফতার

আলমডাঙ্গা ব্যুরো: ৩ বছরের কারাদ-াদেশপ্রাপ্ত ও অর্থদণ্ডে দণ্ডিত আসামি আলমডাঙ্গার ভাংবাড়িয়ার আদমব্যবসায়ী পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ। আদম দালাল এই পিতা-পুত্রের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় আরও কয়েকটি ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া রাধানগর গ্রামের মৃত শাহাজান উদ্দীন মালিথার ছেলে সিরাজুল ইসলাম (৫৫) ও সিরাজুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (৩০) এলাকার চিহ্নিত আদম দালাল। কয়েক বছর পূর্বে তারা পিত-পুত্র অধিক উপার্জনের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী গাংনী উপজেলার ত্রাইল গ্রামের কাফিরুল ইসলাম ও আব্দুর রাজ্জাকের নিকট থেকে বেশ কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। টাকা হাতিয়ে নেয়ার পর তারা দেয় গা ঢাকা। উপায়ান্তর না পেয়ে প্রতারিত যুবকদ্বয় আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত পিতা-পুত্র দু’জনকেই ওই মামলায় ৩ বছর করে কারাদণ্ডাদেশ, ৫ হাজার করে জরিমানা করেন। অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। ওই মামলার হুলিয়া মাথায় নিয়ে তারা দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। গতকাল ২৯ ডিসেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এস আই সাখায়াত ও এস আই গিয়াস সঙ্গীয় ফোর্স নিয়ে গাংনী উপজেলার শালদা বাজারে অভিযান চালিয়ে কৌশলে তাদেরকে গ্রেফতার করে। এছাড়াও তাদের বিরুদ্ধে ৪টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে আলমডাঙ্গা থানায়। সংশ্লিষ্ট মামলায় আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে।