দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আজমপুরের আলমগীরকে কেরুজ বাংলামদসহ আটক করেছে। আলমগীরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম ও ইবনে খালিদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দর্শনা পৌর শহরের আজমপুরের জোহর হোসেনের ছেলে আলমগীরের বাড়িতে। এসআই আশরাফ বলেন, আলমগীরের বাড়ি তল্লাশি অভিযান করে উদ্ধার করা হয়েছে ১০টি প্লাস্টিক বোতলে ভরা সাড়ে ৭ লিটার কেরুজ বাংলামদ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে আলমগীরকে। গতকালই এসআই ইবনে খালিদ বাদী হয়ে আলমগীরের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।