স্টেশনপাড়ার মাদক সম্রাজ্ঞী কুটি হেরোইনসহ আটক

আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা রেলস্টেশনপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক স¤্রাট সামাদের স্ত্রী মাদক স¤্রাজ্ঞী কুটিকে আটক করেছে। আটকের পর তার স্বীকারোক্তিতে কুটির বাড়ি থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করে।
জানা গেছে, আলমডাঙ্গা রেলস্টেশনপাড়ার মাদক স¤্রাজ্ঞী মিনি পরিবারের মিনির বোন মাদক স¤্রাট সামাদের স্ত্রী মাদক স¤্রাজ্ঞী তামান্না আক্তার কুটি (২৭) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। কুটি ইয়াবা, হেরোইন, ফেনসিডিল ও গাঁজাসহ সব ধরনের মাদক বিক্রয় করতো। ইতঃপূর্বে পুলিশের হাতে বেশ কয়েকবার আটকও হয়েছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান যোগদানের পর উপজেলাকে মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করলে তারা পালিয়ে গিয়ে ভেড়ামারায় আশ্রয় নেয়। ভেড়ামারা থেকে প্রায়ই কুটি আলমডাঙ্গাতে এসে গোপনে হেরোইন বিক্রয় করে আবার চলে যেতো। গতকাল মঙ্গলবার ভোর রাতে আলমডাঙ্গা থানার এসআই একরামুল হোসাইন, এএসআই হামিদুল ইসলাম এএসআই মোস্তফা কামাল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে স্টেশনপাড়ার মাদক স¤্রাজ্ঞী তামান্না আক্তার কুটিকে আটক করে। আটকের পর তার স্বীকারোক্তিতে বাড়ি থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকালই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।