কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের আসাননগর-কুল্লাগাছা গ্রামের ভিকু ম-লের পুত্র আব্দুল গনি পল্লী বিদ্যুতের একজন গ্রাহক। তার হিসাব নং-৩২২-২১২০, ট্যারিফ বি, মিটার নং ৩২১৫৭৯। আগষ্ট ২০১৬ মাসে তার বিল আসে ১ হাজার ৫৯ টাকা। নভেম্বর মাসে আব্দুল গনি আগষ্টের ওই বিল রুপালী ব্যাংক, কোটচাঁদপুর শাখায় জমা দেন। বিলের অর্থ ব্যাংকে জমা দেয়ার পরও পল্লী বিদ্যুত অফিস থেকে পুনরায় তার কাছে আগষ্ট ২০১৬ মাসের বিল দাবি করে এবং বকেয়ার অজুহাতে বিদ্যুত লাইন বিচ্ছিন্ন করে। পল্লী বিদ্যুত অফিসে অনেক ঘুরাঘুুরি করেও কোনো প্রতিকার হয়নি। পল্লী বিদ্যুত অফিস থেকে আগষ্ট ২০১৬ মাসের বিল হাতে ধরিয়ে তাকে পরিষ্কার জানিয়ে দেয়া হয় লাইন পেতে হলে বিল জমা দিতে হবে। আব্দুল গনি বাধ্য হয়ে ৪ নভেম্বর ২০১৭ তারিখে আবারও আগষ্ট ২০১৬ মাসের বিল জমা দেন। এতো কিছুর পরও আব্দুল গনির হয়রানীর লাঘব হয়নি। আব্দুল গনির অভিযোগ, পুনরায় সংযোগ পেতে লাইনম্যান ডিজিএম-এর নাম ভাঙ্গিয়ে ৩ হাজার টাকা দাবি করছে। লাইনম্যানের দাবিকৃত ৩ হাজার টাকা দিতে না পারায় আব্দুল গনির বাসায় বিদ্যুত সংযোগ দেয়া হচ্ছে না।