চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ে মাদরাসার ছাদ থেকে পড়ে ছাত্র আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ের জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদরাসার দ্বিতীয় তলার ছাদ থেকে পড়ে মুস্তাকিম নামের এক ছাত্র গুরুতর আহত হয়েছে। সে ওই মাদরাসার হেফজো খানার ছাত্র এবং মেহেরপুরের পুরাতন দরবেশপুর মাদরাসাপাড়ার ছালু ড্রাইভারের ছেলে। গতকাল সোমবার সন্ধায় আহতাবস্থায় মুস্তাকিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মাদরাসা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা সাড়ে ৩টায় ছাত্রদের শরীর চর্চা পরীক্ষা ছিলো। বেলা ৩টার দিকে মুস্তাকিমসহ বেশ কজন ছাত্র মাদরাসার দ্বিতীয় তলার ছাদে ওঠে শুকাতে দেয়া পোশাক আনতে। ছাদের রেলিংয়ের ওপর তার পোশাক নেড়ে দেয়া ছিলো। একটি পোশাক রেলিংয়ের অপরপাশে পড়ে যায়। রেলিংয়ের ওপর উপুড় হয়ে ওই পোশাক তুলতে গিয়ে মুস্তাকিম দ্বিতীয় তলার ছাদ থেকে পাকা রাস্তার ওপর আছড়ে পড়ে। রক্তাক্ত আহতাবস্থায় স্থানীয় পথচারী ও মাদরাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অতিরিক্ত রক্তক্ষরণ, মাথা ও পায়ের আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. শামীম কবির উন্নত চিকিৎসার জন্য মুস্তাকিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। গতকাল সোমবার সন্ধায় তাকে রাজশাহী নেয়া হয়েছে।