মাদকব্যবসার অভিযোগে ওসমানপুর-প্রাগপুর থেকে দু’জন আটক

আলমডাঙ্গা ব্যুরো: মাদকব্যবসার অভিযোগে আলমডাঙ্গার ওসমানপুর-প্রাগপুর এলাকা থেকে স্বপন (৪২) ও জিয়ারুল (৪০) নামের দু’জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে,আলমডাঙ্গা থানার এএসআই মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ সন্ধ্যায় হারদী ইউনিয়নের ওসমানপুর-প্রাগপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। সে সময় ওই সড়কে মাদক বেচাকেনাকালে হারদী গ্রামের ইছাহক আলীর ছেলে স্বপন ও দুর্লভপুর গ্রামের ওসমানের ছেলে ঘটক জিয়ারুলকে আটক করে। আটকের পর তাদের কাছ থেকে দেড়’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক দু’জনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাদেরকে আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।