চুয়াডাঙ্গা সিভিল সার্জন হিসেবে দায়িত্ব নিলেন ডা. খায়রুল আলম

সকলকে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে যোগদানের আহ্বান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সিভিল সার্জন হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ডা. খায়রুল আলম। তিনি স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক প্রশাসন-১ পদে কর্মরত ছিলেন। বদলির আদেশ পেয়ে গতকাল চুয়াডাঙ্গা সিভিল সার্জন পদে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় সিভিল সার্জন ও হাসপাতালের মেডিকেল অফিসারসহ কর্মচারীদের তরফে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
দায়িত্বভার গ্রহণের পর উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে নবাগত সিভিল সার্জন ডা. খায়রুল আলম বলেন, আমাদের সকলকে যথাসময়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। সমাজের ওপর আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। বিবেকের তাড়নায় হলেও সরকারি দায়িত্ব পালনে আমাদের আন্তরিক হওয়া উচিৎ। তাছাড়া সরকারি হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন তাদের সু-চিকিৎসা নিশ্চিত করতে হবে। খুব প্রয়োজন না হলে অহেতুক ডায়গোনোসিস তথা পরীক্ষা নিরীক্ষার নামে হয়রানি থেকেও রেহায় দিতে হবে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সিভিল সার্জন হিসেবে দায়িত্বভার গ্রহণের অল্প কিছুদিনের মাথায় বদলির আদেশ নিয়ে যশোর সিভিল সার্জন হিসেবে দায়িত্ব নিয়েছেন ডা. দিলীপ কুমার রায়। তিনি ডা. আবুল হোসেনের নিকিট দায়িত্বভার হস্তান্তর করে চুয়াডাঙ্গা ত্যাগ করেন। গতকাল সোমবার ডা. আবুল হোসেনের নিকট থেকে নবাগত সিভিল সার্জন দায়িত্ব গ্রহণ করেন। এ সময় ডা. পরিতোষ কুমার ঘোষসহ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। ডা. খায়রুল আলম কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান।