কিশোরী খুশির ফেলে যাওয়া কন্যা সন্তানের দায়িত্ব নিতে তিন দম্পতির আবেদন শুনানি বুধবার

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা দলিয়ারপুরের নাবালিকা খুশির ফেলে যাওয়া সদ্য ভূমিষ্ট কন্যা সন্তানকে কোন দম্পতির দায়িত্বে দেয়া হবে তা নির্ধারিত করতে কাল বুধবার আদালতে শুনানি হবে। শুনানি শেষে আদালত রায় দিতে পারেন। গতকাল পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গেছে, নিঃসন্তান তিন দম্পতি লিখিতভাবে অবেদন করে নবজাতককে পাওয়ার প্রত্যাশায় প্রহরগুণছে।
গত বৃহস্পতিবার রাত ৭টা ৩৬ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রসুতি ওয়ার্ডে ভুমিষ্ট হওয়া কন্যা সন্তানকে রেখে যাওয়া প্রসুতি স্কুলছাত্রী। তাকে ফুঁসলে তারই ভগ্নিপতি রামনগর সেন্টারপাড়ার ইব্রাহিম সর্বনাশ করেছে। তবে তার বিরুদ্ধে খুশি কিংবা তার পরিবারের তরফে তেমন কোনো অভিযোগ নেই। অপরদিকে নবজাতককে কখনোই খুশি কিংবা তার নিকটজনদের কেউ দাবি করবে না মর্মে খুশির নানি ও নানা লিখিতভাবে জানিয়েছেন সমাজসেবা অধিদফতরের চুয়াডাঙ্গা প্রবেশন কর্মকর্তাকে। অপরদিকে তিন দম্পতি ওই নবজাতককে পেতে আবেদন করার প্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বিষয়টি আদালতে নিস্পত্তির কথা জানিয়ে দেন। এদিকে খুশির শিশু কন্যাকে রাখা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের দুজন স্বেচ্ছাসেবী নারীর হেফাজতে।