চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের দর্শনায় মাদক বিরোধী অভিযান

হেরোইনসহ নারী বিক্রেতা পাকড়াও: ইয়াবা বিক্রেতা ঝন্টুর বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার: দর্শনা শান্তিপাড়ার শিরিনা খাতুনকে (৩৫) আটক করেছে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। গতকাল সোমবার বেলা সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে শিরিনা খাতুনকে তার বাড়ি থেকে আটক করা হয়। উদ্ধার করা হয় ৫৬ পুরিয়া হেরোইন। এছাড়াও দর্শনা ইশ্বরচন্দ্রপুরের ঝন্টুর বাড়ি থেকে ২৪৪ পিচ ইয়াবা ও হাবিবের স্ত্রী সালেহা খাতুনের বাড়ি থেকে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে সূত্রে জানিয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার দর্শনা শান্তিপাড়ার বাচ্চু মিয়ার স্ত্রী শিরিনা খাতুন তার বাড়িতে বসে মরণনেশা হেরোইন বিক্রি করে। গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চুয়াডাঙ্গা সহকারি পরিচালক ও পরিদর্শক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শিরিনা খাতুনকে আটক করেন। তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ৫৬ পুরিয়া হেরোইন। যার ওজন প্রায় ৫ গ্রাম। এছাড়াও ঈশ্বরচন্দ্রপুরের আবুল হোসেনের ছেলে ঝন্টু ও তার স্ত্রী তাসলিমা খাতুনের বাড়িতে অভিযান চালিয়ে ২৪৪ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। হাবিবের স্ত্রী সালেহার বাড়ি থেকে উদ্ধার করা হয় ফেনসিডিল। ঝন্টু, তাসলিমা ও সালেহা খাতুনের বিরুদ্ধে গতকালই দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়।