চুয়াডাঙ্গা সদর থানা দল চ্যাম্পিয়ন

পুলিশ সুপার কাপ যুব কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পুলিশ সুপার কাপ যুব কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত বুধবার সকাল ৯টা থেকে চুয়াডাঙ্গা টাউন ফুটবলমাঠে দিনব্যাপী ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চুয়াডাঙ্গা জেলার ৪ থানার ৪টি দল। নকআউট ভিত্তিক প্রতিযোগিতায় ফাইনালে চুয়াডাঙ্গা সদর থানা দল ৪৫-২৭ পয়েন্টে দামুড়হুদা থানা দলকে পরাজিত করে  চ্যাম্পিয়ন হওয়ার হওয়ার গৌবর অর্জন।

গত বুধবার সকাল ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান পিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তরিকুল ইসলাম, এএসপি হেডকোর্য়াটার আহসান হাবিব, সদর থানা অফিসার ইনচার্জ তোজাম্মেল হক, দামুড়ুহুদা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আকরাম হোসেন, জীবননগর থানা অফিসার ইনচার্জ ইনামুল হক, ট্রাফিক ইনচার্জ আহসান হাবিব, দামড়ুহুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী প্রমুখ। প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনা ও উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার দামুড়হুদা সার্কেল মো. কলিমউল্লাহ।

প্রতিযোগিতার ফাইনাল শেষে পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান পিপিএম চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতা শেষে একটি শক্তিশালী চুয়াডাঙ্গা জেলা যুব কাবাডি টিম গঠনের লক্ষ্যে মেধাসম্পন্ন ২০ জন কাবাডি খেলোয়াড় বাছাই করা হয়। পরবর্তীতে এদের ক্যাম্পিঙের মাধ্যমে আরো দক্ষ করে গড়ে তোলা হবে। প্রতিযোগিতার খেলাগুলো পরিচালনা করেন ফজলুল হক মালিক ও ইসলাম রকিব। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আজিজুল হক শীল, মেহেরুল্লাহ মিলু, হাফিজুর রহমান, ইকতিয়ার আহম্মেদ ও  হাফিজুর রহমান হাপু।