ওয়ানডে দলে নাসির, সাইফ উদ্দিন

স্টাফ রিপোর্টার: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন দুই অলরাউন্ডার। তারা হলেন নাসির হোসেন ও সাইফউদ্দিন। প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওডিআই ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি শুরু হবে ১৫ অক্টোবর। নাসির বছরের প্রথমভাগে নিউজিল্যান্ড সফরে ওয়ানডেতে খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না। আর টি-টোয়েন্টি খেলেছেন সেই ২০১৬ সালের মার্চে, ছোট ফরম্যাটের বিশ্বকাপে। এরপর অস্ট্রেলিয়া সিরিজে টেস্টে ফিরলেও সাউথ আফ্রিকার বিপক্ষে শাদা পোশাকে আবার বাদ পড়েন। গত বছর দেশের মাটিতে বিশ্বকাপে তৃতীয় হওয়া অনূর্ধ্ব-১৯ দলের অপরিহার্য অংশ ছিলেন সাইফউদ্দিন। দুটি টি-টোয়েন্টি খেললেও ওয়ানডেতে এখনো মাঠে নামা হয়নি। এখন পর্যন্ত ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। অর্ধশতক ৬টি, ব্যাটিং গড় ৩৩.৪০। উইকেট ৫১টি। ২৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ব্যাটিং গড় ২৫, উইকেট নিয়েছেন ৩৬টি।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ এবং সাইফউদ্দিন।