জীবননগরে ২২ মন্ডপে পূজা উদযাপনের প্রস্তুতি সম্পন্ন

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় ২২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালনে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে এবার পূজা উদযাপন হতে যাচ্ছে। আজ মঙ্গলবার হতে শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে। জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার শহরের সারদীয় দুর্গা পূজামন্ডপ সিদ্ধেশ্বরী কারী মন্দির, দৌলৎগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পূজাম-প, মনোহরপুর পালপাড়া পূজামন্ডপ, মনোহরপুর আদিবাসী পূজামন্ডপ, সেনেরহুদা দাসপাড়া পূজামন্ডপ, শিয়ালমারী খিতিশ মন্ডল সার্বজনীন পূজামন্ডপ, সিংনগর হালদারপাড়া পূজামন্ডপ, কেডিকে ইউনিয়নে শ্রী শ্রী অন্নপূর্ণা পূজামন্ডপ, দেহাটি পালপাড়া পূজাম-প, কাশিপুর হালদারপাড়া পূজাম-প,সুটিয়া পশ্চিমপাড়া মহাদেব পূজামন্ডপ, পাথিলা নারকেল বাগান পূজাম-প, শাখারিয়া দাসপাড়া শিবকালী পূজাম-প, শাখারিয়া আদিবাসী শ্রী শ্রী পূজামন্ডপ, আন্দুলবাড়িয়া জুগিপাড়া পূজামলপ, নিশ্চিন্তপুর মালোপাড়া পূজাম-প, বাজদিয়া দাসপাড়া পূজাম-প,মাধবপুর শ্রী শ্রী শারদীয়া পূজাম-প, বকু-িয়া সার্বজনীন দুর্গা পূজামন্ডপ, রায়পুর সর্দ্দারপাড়াকালি মন্দির পূজামন্ডপ ও রায়পুর বারুইপাড়া সার্বজনীন পূজামন্ডপে এবার জাঁকজমকপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য প্রতীমা স্থাপন করা হয়েছে।
জীবননগর থানা অফিসারইনচার্জ এনামুল হক বলেন, সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে উদযাপনে চার স্তরের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাব ইন্সপেক্টর ও সহকারী সাব ইন্সপেক্টররা সঙ্গীয় ফোর্স নিয়ে সার্বক্ষণিক টহলের মধ্যে রয়েছে। কোথাও কোনো সমস্যা এখন পর্যন্ত দেখতে পাওয়া যায়নি।