জীবননগর বাঁকা ইউপিতে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নে গতকাল সোমবার ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের বাঁকা ইউনিয়ন সমৃদ্ধি কর্মসূচি বিনামূল্যের এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। বাঁকা ইউপি চেয়ারম্যান বাবলুর রহমানের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত ফ্রি এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠিনে বক্তব্য রাখেন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মেহেরুন হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু ও বাঁকা ইউনিয়ন লোকমোর্চার সভাপতি খলিলুর রহমান।
সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা পাপিয়া খাতুনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী নুঝাত পারভীন। অনুষ্ঠানে বাঁকা ইউপি সচিব শাহিন মোল্লা, প্যানেল চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন, ইউপি সদস্য রবিউল ইসলাম, আকবর আলী, সোহরাব হোসেন, মহিউদ্দিন, জাহিদুল ইসলাম রুপ মিয়া ও হারেজ উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। ফ্রি এ স্বাস্থ্য ক্যাম্পে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মেহেরুন হক রোগী দেখেন ও বিনামূল্যে রোগীদের ওষুধ সরবরাহ করা হয়। ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা ছিলেন সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা সিরাজুম মুনিরাসহ স্বাস্থ্য পরিদর্শকগণ। ফ্রি এ স্বাস্থ্য ক্যাম্প হতে ১৫০ রোগী স্বাস্থ্যসেবা গ্রহণ করেন বলে ওয়েভ ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।