সরকার রহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক নজির স্থাপন করেছে

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আলী আজগার টগরএমপি

কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সারের জন্য কোনো কৃষককে আর লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ গড়ার জন্য অক্লান্ত প্ররিশ্রম করে যাচ্ছে। সরকার রহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক নজির স্থাপন করেছে। সরকার শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। উরোক্ত কথা বলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর এমপি। তিনি গতকাল সোমবার দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশে যে পরিমান উন্নয়নমূলক কাজ করেছে স্বাধীনতার পরবর্তী সরকার গুলো কোনো কাজ করেনি। বর্তমান সরকারের রয়েছে প্রচুর সফলতা। প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে, হচ্ছে। ইউনিয়ন পরিষদে সেবামূলক কাজগুলো ডিজিটাল পদ্ধতি করা হচ্ছে। এমপি টগর বলেন, জানুয়ারির প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই বিনামূল্যে তুলে দিচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। ছাত্র ছাত্রীদের উপবৃত্তির টাকা অভিভাবকদের মোবাইলে পেয়ে যাচ্ছে। কৃষি ক্ষেত্রেও এনেছে পরিবর্তন। সার, তেল ক্রয় ক্ষমতার মধ্য রেখেছে। আমরা যদি সজাগ থাকি তাহলে জামাত বিএনপি কোনো ষড়যন্ত্র করতে পারবে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রেখে আমাদেরকে কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে এবং আগামীতে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। তিনি বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ যেভাবে মাথা চাড়া দিয়ে উঠেছিলো তা নির্মুল করতে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেই পেরেছেন। সম্প্রতি মায়ানমারে যেভাবে রোহিঙ্গাদের ওপর যে সেনা শাসকরা অত্যাচার নির্যাতন করছে এবং নির্যাতনে শিকার হয়ে বাংলাদেশে ৪/৫ লাখ মানুষ আশ্রয় নিয়েছে। তাদেরকে মায়ের মমতা দিয়ে বুকে টেনে নিয়ে যে মানবতা দেখিয়েছে তা বিশ্বের কাছে একমাত্র প্রতিবাদী কন্ঠস্বর বাংলার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিচিতি লাভ করেছেন।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিসের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, এসডিজি এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ে আলোচনাসভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, মদনা-পারকৃষ্টপুর ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এসএম জাকারিয়া আলম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান ভুট্ট, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, জেলা তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, জেলা কৃষকলীগের মৎস্য ও পশু সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাস, রেজাউল করিম মিন্টু, জেলা কৃষকলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিক্ষক সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানাউল কবির শিরিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফারুক হোসেন।