বাংলাদেশের কাজকে সহজ করে দিল ভারত

মাথাভাঙ্গা মনিটর: ভুটানে চলমান অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফর্মে আছে বাংলাদেশ। ভারত ও মালদ্বীপকে হারিয়ে দুর্দান্ত সূচনা হয়েছে যুব ফুটবল দলের। সেই বাংলাদেশের জন্য ভারত একটা সুখবরই এনে দিল। প্রতিযোগিতায় শিরোপা দৌঁড়ে থাকা দলগুলোর মধ্যে ভুটান ছিল অন্যতম। সেই ভুটানকে হারিয়ে বাংলাদেশের জন্য কাজটা অনেক সহজ করে দিল ভারত।নেপাল ও মালদ্বীপকে হারিয়ে টানা দুই জয় নিয়ে উড়ছিল ভুটান। সমান দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে বাংলাদেশের সঙ্গে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান লাভের লড়াইয়ে ছিল দলটি। যদিও গোল ব্যবধানে বাংলাদেশ ছিল শীর্ষে। সেই ভুটানকেই শুক্রবার হারায় ভারত। এতে টেবিলের শীর্ষস্থানের লড়াইটা বাংলাদেশের জন্য এখন খানিকটা সহজ হয়ে গেল।বাংলাদেশের শেষ দুটি ম্যাচ ২৫ ও ২৭ সেপ্টেম্বর। প্রতিপক্ষ যথাক্রমে নেপাল ও স্বাগতিক ভুটান। এ অবস্থায় দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচে ভুটানের পয়েন্টও ছয়। গোল ব্যবধানে বাংলাদেশের সঙ্গে পিছিয়ে থাকার পাশাপাশি এক ম্যাচ বেশি খেলেছে স্বাগতিকেরা। আর দুই ম্যাচে ভারতের পয়েন্ট তিন।