একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড

মাথাভাঙ্গা মনিটর: একটা সময় ছিল অস্ট্রেলিয়া নামটা শুনলেই সবার ধারণা যে, নিশ্চিত জয় পাবে তারা। টানা তিনটি বিশ্বকাপ জিতে নিজেদের আধিপত্যের জানান দিয়েছিলেন অজিরা।একদিনের ক্রিকেটে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নও তারা।
কিন্তু সেই অজিদের অবস্থা এখন কতটা শোচনীয় তা তাদের সাম্প্রতিক পারফরম্যান্স দেখলেই বোঝা  যায়।
কলকাতার ইডেনে ভারতের কাছে হারের পর একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার পরিসংখ্যান দেখতে গেলে দেখা যায়- তারা বিদেশের মাটিতে এ নিয়ে টানা ১০ ম্যাচ হারল।
বিদেশের মাটিতে অস্ট্রেলিয়ার এই ধারাবাহিকভাবে হারের শুরু দক্ষিণ আফ্রিকায়।
গত সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকার কাছে ০-৫ ব্যবধানে সিরিজ হেরেছিলেন অজিরা।
এরপর জানুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে পর পর দুই ম্যাচে হারে অস্ট্রেলিয়া।
গত জুনে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ইংল্যান্ডের কাছে হেরে যান অজিরা। আর এবার ভারতে এসে ইতিমধ্যেই টানা দুই ম্যাচে হেরে গেছেন অজিরা। সব মিলিয়ে বিদেশের মাটিতে টানা ১০ ম্যাচে হারা হয়ে গেল তাদের।