বর্ষসেরার দৌড়ে মেসি-রোনালদোর সঙ্গে নেইমারও

মাথাভাঙ্গা মনিটর: ফিফা বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে রয়েছে নেইমারের নামও। ফিফা ‘দ্য বেস্ট মেনস প্লেয়ার অ্যাওয়ার্ড’-এর জন্য করা ২৪ জনের তালিকা থেকে তিনজনের এই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়।রোনালদো এর আগে ২০০৮ সালে ফিফা বর্ষসেরার অ্যাওয়ার্ড জিতেছেন। এ ছাড়া ব্যালন ডি’অর জিতেছেন চারবার (২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬)। অপরদিকে গত মৌসুমে ৫৪ গোল করার পাশাপাশি কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছেন মেসি। রেকর্ড পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আর্জেন্টাইন এ তারকা এবারও দারুণ ফর্মে আছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচে ইতোমধ্যেই করেছেন ১২ গোল।দলবদলে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে পাড়ি জমানো নেইমারও আছেন বিশ্বসেরা হওয়ার দৌঁড়ে। পিএসজির সতীর্থ এডিনসন কাভানির সঙ্গে স্পট কিক নেওয়া নিয়ে বিতর্কে মানসিক চাপে আছেন নেইমার। এজন্য তাকে সতীর্থদের কাছে ক্ষমাও চাইতে হয়েছে। সেখানে এই তালিকায় নাম থাকাটা তার জন্য বিরাট এক অর্জন। আগামী ২৩ অক্টোবর ঘোষণা করা হবে বর্ষসেরা ফুটবলারের নাম।