মিয়ানমারে মুসলিম নিধনের প্রতিবাদে জীবননগর বাঁকা ইউনিয়নে মানববন্ধন ও সূচির কুশপুত্তলিকা দাহ

জীবননগর ব্যুরো: মিয়ানমারে জাতিগত মুসলিম হত্যাকান্ডের প্রতিবাদে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ইউনিয়ন পরিষদের সম্মুখের সড়কে মাববন্ধন ও প্রতিবাদসভা করা হয়। প্রতিবাদসভা শেষে মিয়ানমারের মুসলিম নিধনের অন্যতম পরিকল্পনাকারী দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সূচির কুশপুত্তলিকা দাহ করা হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সামাবেশে বক্তব্য রাখেন বাঁকা ইউপি চেয়ারম্যান বাবলুর রহমান, সচিব শাহিন মোল্লা, সদস্য জাহিদুল ইসলাম রুপ মিয়া, আকবর আলী, সোহরাব হোসেন, হারেজ উদ্দিন, শাহাবুদ্দিন, রবিউল ইসলাম, রহিমা খাতুন, সাজেদা খাতুন, শারমিন আক্তার, উদ্যোক্তা কর্মী শিপন আহমেদ, হাফেজ মো. হাফিজুর রহমান, মিয়াজন আলী, ওয়েভ ফাউন্ডেশনের পাপিয়া খাতুন ও সানোয়ার হোসেন। শেষে বার্মার নেত্রী অং সান সু’চির কুশপুত্তলিকা দাহসহ তার শান্তিতে প্রাপ্ত নোবেল পুরস্কার প্রত্যাহারের দাবি জানানো হয়।