নতুন পরীক্ষা দিতে অস্ট্রেলিয়া দল ভারতে

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র’য়ের পর এবার ভারত গেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেখানে সীমিত ওভার ক্রিকেটে স্বাগতিকদের বিপক্ষে নতুন পরীক্ষায় অবতীর্ণ হতে অসিদের। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। উপমহাদেশের কন্ডিশনে অস্ট্রেলিয়াকে এ বছর ধুকতে হয়েছে। ভারতে টেস্ট সিরিজ হারের পর বাংলাদেশের বিপক্ষেও কঠিন পরীক্ষায় পড়তে হয়েছিলো স্টিভেন স্মিথ বাহিনীকে। এমনকি প্রথমবারের মতো টাইগারদের কাছে টেস্টে হেরে দুই ম্যাচের সিরিজ সমতায় শেষ করতে হয়েছে। লঙ্গার ভার্সনে এমন ব্যর্থতার পর এখন সীমিত ওভারে ভারতের বিপক্ষে নতুন এই পরীক্ষায় অবতীর্ণ হতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। সেই পরীক্ষা দিতে বাংলাদেশ সফরে থাকা দলের সদস্যরা সিঙ্গাপুর হয়ে ভারত গেছেন। যার মধ্যে রয়েছেন অ্যারন ফিঞ্চ, নাথান কালটার-নাইল, জেমস ফকনার, ট্রাভিস হেড, মার্কাস স্টোয়িনিস, এডাম জাম্পা ও কেন রিচার্ডসন। বাংলাদেশ সফরে ছিলেন না কিন্তু এই সফরে আছেন এমন ক্রিকেটাররা সেখানে পৌঁছে গেছেন আগেই।