থাইল্যান্ডে লড়াই করার প্রত্যয় বাংলাদেশ কোচের

মাথাভাঙ্গা মনিটর: গতকাল শনিবার সকাল-সন্ধ্যা দুই বেলা অনুশীলন কৃষ্ণা-মৌসুমীদের। থাইল্যান্ডের চোনবুরির সৈকতেও তারা গিয়েছিলেন; তবে ঘুরতে নয়, প্রস্তুতি নিতে। প্রস্তুতি আর প্রত্যয়ের কমতি না থাকলেও এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপের শক্তিশালী প্রতিপক্ষদের কথা মাথায় রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা দলের কোচ গোলাম রব্বানী ছোটন বরাবরের মতোই সতর্ক। জানালেন লড়াই করবে তার শিষ্যরা। আজ রোববার ‘এ’ গ্রুপে চীন-দক্ষিণ কোরিয়া ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। একই দিনে স্বাগতিক থাইল্যান্ড মুখোমুখি হবে লাওসের। পরের দিন ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপের অপর দুই দল জাপান ও অস্ট্রেলিয়াও বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী। গতকাল শনিবার সংবাদ সম্মেলনে কোচ জানালেন এক একটি ম্যাচ ধরে ভাবনা ও পরিকল্পনার কথা। আমাদের লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ ভাবার; আরও ভালো ফুটবল খেলার। এই টুর্নামেন্টে আমাদের মেয়েরা অনেক অভিজ্ঞতা অর্জন করবে; যেটা আগামীতে আমাদের মেয়েদের ফুটবলের উন্নয়নে সাহায্য করবে। এক বছরের নিবিড় অনুশীলনে ছিলেন কৃষ্ণারা। মাঝের সময়ে একাধিক প্রস্তুতি ম্যাচে শিষ্যদের পরখ করেছেন রব্বানী। এতদিনের পরিশ্রমের প্রতিফলন মূল লড়াইয়ে দেখার আশা বাংলাদেশ কোচের। চীন-জাপান-কোরিয়ায় প্রস্তুতি ম্যাচও খেলেছি। এর মধ্যে জাপানে দুইবার গিয়েছি। কোরিয়ার অনূর্ধ্ব-১৬, জাপানের অনূর্ধ্ব-১৪ দলের সঙ্গে খেলেছি। আমরা এক বছর ধরে প্রস্তুতি নিয়েছি। এখন আমরা মাঠের লড়াইয়ে ভালো করতে চাই।