লাহোরে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা

মাথাভাঙ্গা মনিটর: শ্রীলঙ্কা দলের ওপর হামলার কারণেই ৮ বছর ধরে নিরাপত্তা সংক্রান্ত কারণে পাকিস্তানে আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেট বন্ধ আছে। সেই শ্রীলঙ্কা দল ফের পাকিস্তানে যাবে খেলতে। তবে পূর্ণাঙ্গ সিরিজ নয়, সেখানে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লঙ্কানরা। পাকিস্তান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন পূর্ণাঙ্গ সিরিজের সূচি চূড়ান্ত করেছে। সূচি অনুযায়ী দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২৮ সেপ্টেম্বর। ৬ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে। যেটি হবে দিবারাত্রির টেস্ট ম্যাচ। এছাড়া ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ অক্টোবর। সবশেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৬ অক্টোবর। নিরপেক্ষ ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে হবে পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ। তবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যেই ম্যাচটি ২৯ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটিকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর ক্ষেত্রে বড় একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।