নির্ধারিত স্থানে নাটুদহ ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নবগঠিত নাটুদহ ইউনিয়ন পরিষদের ভবন নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চন্দ্রবাস গ্রামবাসীর আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সমাজ সেবক আ. রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন আ.লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস। প্রতিবাদ সভায়  নতিপোতা ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি পিন্টু তার বক্তব্যে বলেন, আমরা চাই ইউনিয়ন পরিষদ ভবনটি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে হোক যাতে সাধারণ জনগণের যাতায়াতের জন্য সুবিধা হয়। ইতোমধ্যে আমরা গ্রামবাসী নির্ধারিত স্থানটি ঠিক করে রেখেছি। আন্দোলনে যদি সমাধান না হয় তাহলে আমরা আইনের আশ্রয় নেবো। এসময় আরও বক্তব্য রাখেন আ.লীগ নেতা আব্দুল হামিদ, সাবেক নতিপোতা ইউপি চেয়ারম্যান ফজলুল হক, মিজানুর মোল্লা, মেম্বার কলিম উদ্দিন, কহিনূর খাতুন, শহিদুল ইসলাম হক, জাহাঙ্গীর মোল্লা, রবিউল, শিক্ষক আমির, জহির তরফদার, মিন্টু, মনিরুল প্রমুখ।