জীবননগর পৌরসভায় কোরবানির পশু জবাইয়ের ৩৭ স্থান নির্ধারণ

জীবননগর ব্যুরো: যত্রতত্র কোরবানির পশু জবাই করে পরিবেশ বিনষ্ট করা নিরুৎসাহিত করতে জীবননগর পৌরসভার একটি স্থায়ীসহ ৩৭টি স্থাে কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারণ করা হয়েছে। এসকল স্থানে কোরবানির পশু জবাই করার জন্য পৌর মেয়র জাহাঙ্গীর আলম পৌরবাসীকে অনুরোধ জানিয়েছেন।
জীবননগর পৌরসভার একটি স্থায়ী জবেহ খানাসহ অস্থায়ী কোরবানির পশু জবাইয়ের জন্য নির্ধারিত স্থান হচ্ছে- ১ নং ওয়ার্ড সুবলপুরে কাউন্সিলর আপিল মাহমুদের বাড়ি সংলগ্ন, ২ নং ওয়ার্ড নারায়ণপুরে কাউন্সিলর সাইদুর রহমানের বাড়ি সংলগ্ন, মুন্সীপাড়া জামে মসজিদের নিকট, দক্ষিণপাড়া জামে মসজিদের নিকট ও পুরাতন ইক্ষু ক্রয় কেন্দ্র জামে মসজিদের নিকট, ৩ নং ওয়ার্ডে ইসলামপুর জামে মসজিদের নিকট, থানা জামে মসজিদের নিকট, ডাঙ্গাপাড়া জামে মসজিদের নিকট, ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর সোয়েব আহমেদ অঞ্জনের বাড়ি সংলগ্ন, হাজি খোদা বক্সের বাড়ি সংলগ্ন, দৌলৎগঞ্জ ফুরকানিয়া জামে মসজিদ সংলগ্ন, মহানগর দক্ষিণপাড়ার আমিন উদ্দিনের বাড়ি সংলগ্ন, ৫ নং ওয়ার্ডের পুরাতন লক্ষ্মীপুর জামে মসজিদ সংলগ্ন, কাউন্সিলর পরিছন বেগমের বাড়ি সংলগ্ন, লক্ষ্মীপুর মিলপাড়া জামে মসজিদ সংলগ্ন, কাউন্সিলর খন্দকার আলী আজমের বাড়ি সংলগ্ন, ৬ নং ওয়ার্ডে মেয়র জাহাঙ্গীর আলমের বাড়ি সংলগ্ন, হাসপাতালপাড়া জামে মসজিদ সংলগ্ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ সংলগ্ন, কাজিপাড়া জামে মসজিদ সংলগ্ন, বাসস্ট্যান্ড জামে মসজিদ সংলগ্ন, উপজেলা জামে মসজিদ সংলগ্ন, ৭ নং ওয়ার্ডে পোস্ট অফিসপাড়ায় উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমলের বাড়ি সংলগ্ন, বাজার কমিটির সাবেক সভাপতি বজলুর রহমানের বাড়ি সংলগ্ন, সাংবাদিক এমআর বাবুর বাড়ি সংলগ্ন, শাপলাকলিপাড়া জামে মসজিদ সংলগ্ন ও কাউন্সিলর ওয়াসিম রাজার বাড়ি সংলগ্ন, ৮ নং ওয়ার্ডে জীবননগর আঁশতলাপাড়া বকুলতলা, আঁশতলাপাড়া জামে মসজিদ সংলগ্ন, বাঁকা আঁশতলাপাড়া জামে মসজিদ সংলগ্ন ও বসুতিপাড়ার মান্দার মোল্লার বাড়ি সংলগ্ন এবং ৯ নং ওয়ার্ডের নতুন তেঁতুলিয়া জামে মসজিদ সংলগ্ন, বিজিবি ক্যাম্প চেকপোস্ট সংলগ্ন, পুরাতন তেঁতুলিয়া জামে মসজিদ সংলগ্ন, আলী আকবরের বাড়ি সংলগ্ন ও চোরপোতা তেঁতুলিয়া জামে মসজিদ সংলগ্ন।